কতিপয় লোক বলছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং কতিপয় লোক বলছে মানুষ আল্লাহকে সৃষ্টি করছে। যারা বলছে মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে তাদের সংখ্যা নগন্য। ৮০% এর বেশী মানুষ বলছে আল্লাহ/আল্লাহ জাতীয় কেউ মানুষ সৃষ্টি করেছে।
যারা বলেছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ (সা.)। তিনি বলেছেন তিনি আল্লাহর বার্তাবাহক বা নবি। তাঁর সকল কথায় বিশ্বাস করে ২৫% মানুষ। তাঁর দল তাঁর দলের প্রায় তিহনগুন শত্রুর সাথে যুদ্ধ করে জয়ী হতো। তিনি বলেছেন আল্লাহর সাহায্যের কারণে তাঁর দল জয়ী হয়েছে। অবশেষে তিনি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছেন। তাঁর খলিফাগণ এ সাম্রাজ্যকে দেড়কোটি বর্গ কিলোমিটারে পরিণত করেছেন এবং এর স্থায়ীত্ব ছিল তেরশত বেছরের বেশী সময়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে এর পরিসমাপ্তি ঘটলেও তাঁর অনুসারীদের এখনো সাতান্নটি রাষ্ট্র রয়েছে। যার আয়োতন দেড়কোটি বর্গ কিলোমিটারের বেশী। তা’ছাড়া মোহাম্মদের (সা.) অনুসারী রয়েছে সারা বিশ্বে।
মোহাম্মদের (সা.) পরে যারা নিজেদেরকে নবি দাবী করেছে, তাদের যুদ্ধ জয় নেই, তাদের সাম্রাজ্য নেই, তাদের অনুসারীদের কোন রাষ্ট্র নেই। বুঝা যাচ্ছে আল্লাহ তাদেরকে ও তাদের অনুসারীদেরকে সাহায্য করছেন না। মোহাম্মদের আগে যাঁরা নিজেদেরকে নবি দাবী করেছেন তাঁদের অনুসারীদের রাষ্ট্র আছে এবং মোহাম্মদ (সা.) তাঁদের নবুয়ত অস্বীকার করেননি। তিনি বলেছেন তিনি তাঁদের বার্তার সংস্কারক। যারা কোন নবির অনুসারী নয় তাদেরও রাষ্ট্র আছে। রাষ্ট্র নাই শুধু নবুয়তের মিথ্যা দাবীদারদের অনুসারীদের। এতে বুঝা যায় মোহাম্মাদের (সা.) ক্ষেত্রে আল্লাহর সাহায্য ছিল। সুতরাং তাঁর দাবী অনুযায়ী আল্লাহকে মানুষের সৃষ্টিকর্তা মানা যায়।
আল্লাহকে যারা সৃষ্টিকর্তা মানেনা তারা কোন রাষ্ট্রের মালিক হবে না এমন কথা কেউ বলেনি। এখানে বোধগম্য বিষয় হলো আল্লাহর অনুগতগণ দূর্বল হয়েও জয়ী হচ্ছে। তাতেই তাদের প্রতি আল্লাহর সাহায্যের বিষয় সম্পষ্ট। যেমন, আফগানগণ দু’টা পরাশক্তির সাথে জয়ী হয়েছে। তো যারা মানুষকে আল্লাহর সৃষ্টিকর্তা বানায় তাদের সে মহাশক্তিশালী মানুষ আসলে কি করেছে? তারা কি আল্লাহর অনুগতদের সব রাষ্ট্র কেড়ে নিতে পেরেছে? আল্লাহর অনুগত তাদের তিনভাগের একভাগ থাকা পর্যন্ত তারা সেটা পারবে না। সারা বিশ্বে তাদের রাজত্ব তখন কায়েম হবে যখন আল্লাহর অনুগত থাকবে না। তারমানে তারা ফাঁকাপোষ্টে গোল দিবে। আর তখন আল্লাহ কেয়ামত ঘটিয়ে তাদের রাজত্ব খতম করবেন। তারপর হাসর বসিয়ে আবার তাঁর রাজত্ব প্রতিষ্ঠিত করবেন।
আল্লাহর সৃষ্টিকর্তা মহাশক্তিশালী মানুষের মহাশক্তির কিছুই আমরা দেখছি না। সুতরাং তাদের কথা হলো ফাঁকা বুলি। প্রকৃত প্রমাণিত খাস কথা হলো আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা, কোন মানুষ আল্লাহর সৃাষ্টকর্তা নয়।
Thanks for reading: মানুষ কি আল্লাহকে সৃষ্টি করেছে?, Sorry, my English is bad:)