♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয় বিষয় কষ্ট দিলে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার।
আজ হতে বাঙলা নতুন বছর শুরু হয়েছে। কিছুদিন আগে শুরু হলো ইংরাজি নতুন বছর। আবার কিছুদিন পর শুরু হবে হিজরি নতুন বছর ইনশাল্লাহ্। তা এই যে বছর আসছে আর বছর যাচ্ছে তাতো মূলত জীবন হতে সময় হারিয়ে যাওয়ারই নামান্তর। জীবন মানে কি পৃথিবীতে সাময়িক বেড়াতে আসা? জন্ম যেমনি অকাট্য সত্য, মৃত্যুও তেমনি। তাই মাঝের এই সময়টা কি শুধু হেসে-খেলে ব্যয় করার জন্য? ধর্ম বাদ দিলাম। মানবতার দৃষ্টি হতেই আসুনতো দেখি। শুধু বিগত এক বছরে নিজে কি করেছি তাই দেখবো, কেমন?
*বিগত বছরে কয়জন উপবাসীকে খাইয়েছি? কিন্তু নিজেরা কি একবেলা উপবাসী থেকেছি?
*বিগত বছরে কয়জন তৃষ্ণার্তকে পানি দিয়েছি? কিন্তু নিজেরা কি তৃষ্ণার্ত ছিলাম?
*বিগত বছর কয়জন গরীবের মুখে হাসি ফুটিয়েছি? নাকি নিজের হাসি অর্জন করতে ব্যস্ত ছিলাম?
*বিগত বছর কতজন রোগীর পাশে দাঁড়িয়েছি? নাকি নিজে কিভাবে সুস্থ্য থাকতে পারি সেই ফিকির খুঁজেছি?
*বিগত বছর কতজনকে জুলুম হতে বাঁচিয়েছি? নাকি নিজেকে জালিম হতে বাঁচাতে মরিয়া ছিলাম?
এমন অজস্র প্রশ্ন আসুন নিজেকে করি। দেখিতো উত্তরে কতজনের মন খুশিতে ভরে উঠে? যদি মন খুশিতে না ভরে উঠে তবে কি নিয়ে আনন্দ করবো? কি নিয়ে নতুন বছর উপলক্ষ্যে লাফাবো? গতবছর করিনি এসব, এ বছর হতে করবো? হাহাহাহাহা……. এই ব্রততো প্রতিটা বছরের শুরুতেই থাকে। তবে বছর শেষে এসব প্রশ্নের উত্তরে মন ভরে না কেনো? এই বছর হতে নিশ্চিত ঠিক হয়ে যাবো? হাহাহাহাহা……. এই বছর যে বাঁচবো, সেই গ্যারান্টি কি আছে???
*গতবছর যে পিতা সন্তানের জন্য ঈদের জামা কিনতে পারেনি, এ বছরও পারবে না, সে নতুন বছরে কি উল্লাস করবে বলতে পারেন?
*গতবছর যে সুস্থ্য ছিলো, কিন্তু আজ হাসপাতালের বেডে শুয়ে আছে, সে নতুন বছরে কি আনন্দ করবে?
*গতবছর এবারের তুলনায় দ্রব্যমূল্য কম থাকায় যে অন্তত অল্প হলেও কিছু গোস্ত খেতো, এবার সে কি নিয়ে আনন্দ করবে বলতে পারেন?
*গতবছর যে বাবা পরিবাবের জন্য শত কষ্টেও ইলিশ মাছ জোগাড় করেছিলো, আজ সেই বাবা বেঁচে না থাকলে সেই পরিবার নতুন বছরের কি আনন্দ করবে বলতে পারেন?
*যে গতবছরও সকালে রিক্সায় করে আপনাদের বটমূলের দিকে নিয়ে গিয়েছে, এ বছরও নিয়ে যাচ্ছে, সে কিভাবে নতুন বছর উৎযাপন করবে বলতে পারেন?
*অনলাইনে আপনাদের নতুন বছরের সাজসজ্জা দেখে বিরক্ত করা বাচ্চাটিকে যে মা দুই ঘা দিয়ে নিজেও কাঁদছে তার নতুন বছরের আনন্দ কোথায় বলতে পারেন?
*বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য কোন বছরটা আনন্দের? তারা কিভাবে আনন্দ করবে বলতে পারেন?
জানি এসব প্রশ্ন করে শেষ হবেনা। তাই হাসন রাজার একটি গান দিয়ে শেষ করছি।
"লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর?
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
আগে যদি জানত হাসন
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।"
Thanks for reading: বৃত্তের বাহিরে নববর্ষ, Sorry, my English is bad:)